১১ জানুয়ারি ২০২৬

প্রকাশিত: ২২:১৫, ৯ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে গোলাম মসীহকে নেতাকর্মীদের সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে গোলাম মসীহকে নেতাকর্মীদের সংবর্ধনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান করেছেন।

শুক্রবার বিকেলে ৪নং ওয়ার্ডের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। তারপর ৭নং ওয়ার্ডের অফিস উদ্বোধন করেন গোলাম মসিহ। সন্ধ্যার পর ৬নং ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, ৪নং ওয়ার্ডের রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সভাপতি মাও. নাঈম, নোমান বেপারী, ৬নং ওয়ার্ডের সভাপতি হাজী মনির হোসেন, সেক্রেটারি হাফেজ বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গোলাম মসিহ বলেন, আমারা এমন এক নেতার নেতৃত্বে কাজ করছি তিনি হলেন একজন যোগ্য ও প্রজ্ঞাবান নেতা। তার দূরদর্শী প্ল্যান সত্যিই অবাক করার মত। তার প্রতিটি কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তার কর্মী বাহিনী অত্যন্ত কর্মঠ ও সুশৃঙ্খল। আমাদের প্রত্যাশা, যদি আমরা ঠিকমত কাজ করতে পারি, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। সাধারণ জনগণ আমাদেরকে যেভাবে সমর্থন দিচ্ছে এতে বুঝা যায়, তারা আর কোন ফ্যাসিস্টদের উত্থান হতে দিবে না। ইসলাম, দেশ ও মানবতার জন্য যারা অতন্দ্র প্রহরী তাদের সমর্থন দিবে এবার জনগণ।
 

সর্বশেষ

জনপ্রিয়