১০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ৯ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় ঝোপে মিললো দু’টি মানব-ভ্রূণ

ফতুল্লায় ঝোপে মিললো দু’টি মানব-ভ্রূণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত ঝোপ থেকে দু’টি মানব-ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পঞ্চবটির পাঁচতলা কলোনীর এলাকা থেকে ভ্রূণ দু’টি উদ্ধার করার কথা জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফতাব আহমেদ।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, এলাকার কয়েকজন বাসিন্দা পরিত্যক্ত স্থানে সবুজ রঙের কাপড়ে মোড়ানো কিছু পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করলে ভেতরে দু’টি মানব-ভ্রূণ পাওয়া যায়।

এসআই আফতাব আহমেদ বলেনম কাপড় মোড়ানো অবস্থায় ভ্রূণ দু’টি পাওয়া যায়।

“বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কে বা কারা কী উদ্দেশে নবজাতকের ভ্রূণ দু’টি সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে।”

এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়