১১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৬, ১০ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে গরু লুট, পথে বসেছেন খামারি

সিদ্ধিরগঞ্জে গরু লুট, পথে বসেছেন খামারি

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরুর খামার থেকে চারটি গরু লুটের ঘটনা ঘটেছে। এতে পথে বসার উপক্রম হয়েছে খামারি আরিফ হোসেনের।

শনিবার (১০ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আম্বর পাল্প অ্যান্ড পেপার মিল সংলগ্ন এলাকায় খামারটিতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ৮ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল খামারে হানা দেয়। এ সময় মিলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড মো. রেজাউল করিমকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে হাত-পা বেঁধে রেখে খামার থেকে চারটি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা।

খামার মালিক আরিফ হোসেন জানান, দীর্ঘ চার বছর ধরে স্বাবলম্বী হওয়ার আশায় তিনি গরুর খামার পরিচালনা করে আসছিলেন। প্রতি বছর ঈদুল আজহায় গরু বিক্রির অর্থ দিয়ে নতুন গরু কিনে খামার সম্প্রসারণ করতেন। কিন্তু এক রাতের ডাকাতিতে তার দীর্ঘদিনের শ্রম ও স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

আম্বর পাল্প অ্যান্ড পেপার মিলের আরেক সিকিউরিটি গার্ড আবু বক্কর জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একটি দেশীয় অস্ত্র (দা) ঘটনাস্থলে ফেলে যায়।

এদিকে খামারে থাকা সিসিটিভি ফুটেজে একটি হলুদ রঙের ট্রাক দেখা গেছে, যেটি ব্যবহার করে ডাকাতরা গরুগুলো নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খামার মালিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং গরু উদ্ধারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ

জনপ্রিয়