ভয় দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না: শুভ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিনারবাড়ি এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়। নির্বাচনী ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পুত্র মাহামুদুল হাসান শুভ।
তিনি বলেন, “আমি মুছাপুরের সন্তান। বিগত দিনগুলোতে আমরা এলাকার কল্যাণে কাজ করেছি। গনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিক স্বাধীনভাবে ভোট দিতে পারে। ভয় দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না। জিম্মি করে ভালোবাসা পাওয়া যায় না। স্বৈরাচারী আচরণ করে কেউ দীর্ঘ সময় টিকতে পারে না। আমরা আশা করি, নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ ইনশাআল্লাহ আমাদের প্রার্থী মাকসুদ সাহেবকে জয়ী করবেন।”
সভায় মুছাপুর ৯নং ওয়ার্ড মিনারবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি মোশারফ হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক আরিফ হোসেন, আবুল হোসেন সাগর, বিল্লাল হোসেন, আবুল কাশেম, মঞ্জিল হোসেন, জুম্মান, আলমগীর হোসেন, আতাউর রহমান, মামুন মিয়া, রাকিব হোসেন, জিদান, মাহাবুব আলী ও পারভেজ প্রমুখ।





































