১২ তারিখ খেজুর গাছের ভোট বিপ্লব হবে: কাসেমী
বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “১৭ বছর ধরে আমরা নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছি। ঘরে শান্তিতে ঘুমাতে পারিনি। মামলা-হামলার ভয় আমাদের তাড়া করেছে। যারা আমাদের বাইরে রেখেছিল, জেলে ভরে রেখেছিল—তারা আজ জনরোষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।”
তিনি বলেন, “আগামী ১২ তারিখ আমাদের সামনে একটি বড় সুযোগ এসেছে, যেন মুখোশ পাল্টে সেই অপশক্তি আবার ফিরে না আসতে পারে। এবার হবে ব্যালটের ভোটের বিপ্লব। ১২ তারিখ সকালে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন। ভোট দেবেন খেজুর গাছে। খেজুর গাছ জিতলে ধানের শীষ জিতবে, আর ধানের শীষ জিতলে দেশ পরিচালনা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।”
তিনি খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের কাশিপুর ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। এ সময় বিভিন্ন এলাকায় নির্বাচন পরিচালনা ক্যাম্প উদ্বোধন করা হয়।
গণসংযোগ ও ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা জমিয়ত উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, সিনিয়র সহ-সভাপতি জসীমউদ্দীন রবি, শাহীন কাদির, সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, জেলা মহিলা দলের সভাপতি রবিবার শরীফ মায়া, সহ-সভাপতি রোজিনা আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা।
পুরো গণসংযোগ কর্মসূচি তত্ত্বাবধান করেন ফতুল্লা থানা জমিয়ত উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস।
কাশিপুরের ভোলাইল ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে গেদ্দার বাজার, মরা খালপাড়, কাউয়াপাড়া, শান্তিনগর, সম্রাট সিনেমা হল, ২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় নির্বাচন পরিচালনা ক্যাম্প উদ্বোধন করা হয়। পরে মণ্ডলবাড়ী, বাংলাবাজার, নূর মসজিদ ও দেওভোগ এলাকা ঘুরে কর্মসূচি শেষ হয়।
এ সময় রাস্তার দুই পাশে উৎসুক জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ফুলের পাপড়ি ছিটিয়ে প্রার্থীকে বরণ করে নেন। খেজুর গাছের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আবাল-বৃদ্ধ-বনিতা ও যুব সমাজের বিপুল অংশ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেন।





































