‘হার-জিত যাই হোক, জনগণের ন্যায্য দাবির পক্ষে লড়াই অব্যাহত থাকবে’
নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় আমলাপাড়া ও ঈদগাহ মাঠ এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, বাসদ ১৬ নম্বর ওয়ার্ডের নেতা লিলু মিয়া, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় আবু নাঈম খান বিপ্লব বলেন, “যেখানে বড় বড় শিল্পকারখানা গড়ে উঠছে, সেখানে বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে না, উন্নত চিকিৎসা ব্যবস্থাও নেই। শিক্ষা ও চিকিৎসাকে টাকার কাছে জিম্মি করে ফেলা হয়েছে, মানুষের অধিকারকে পণ্যে পরিণত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে হার-জিত যাই হোক না কেন, জনগণের ন্যায্য দাবির পক্ষে লড়াই অব্যাহত থাকবে।”





































