২৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৪:১৮, ২৮ জানুয়ারি ২০২৬

ধানের শীষকে বিজয়ী করবেন: আবুল কালাম

ধানের শীষকে বিজয়ী করবেন: আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি আপনাদের এলাকায় ধানের শীষ নিয়ে এসেছি। আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন—এটাই আমার প্রত্যাশা।”

বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন এই এলাকার সংসদ সদস্য ছিলাম। আপনারা সবাই আমাকে চেনেন। আমার বিরুদ্ধে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যেন অতীতের মতো আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, “আমি এই শহরেরই বাসিন্দা। এখানকার মানুষের সমস্যা কী, তা আমি জানি। সবাইকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে কাজ করবো।”

গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদস্য আওলাদ হোসেন, সদস্য আমিনুল ইসলাম মিঠু, সদস্য মাসুদ রানা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, বিএনপি নেতা দিদার খন্দকার, মহিলা দলের নেত্রী দিলারা মাসু ময়না এবং মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়