নারায়ণগঞ্জ-৪:
স্টিকার সাঁটানোয় কাসেমী সমর্থককে জরিমানা
ফতুল্লার দেলপাড়া বাজারে নারায়ণগঞ্জ-৪ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর স্টিকার বহন ও সাঁটানোর দায়ে তার এক সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেলপাড়া বিদ্যালয় সংলগ্ন বাজার এলাকায় স্টিকার বহন ও সাঁটানোর কার্যক্রম পরিচালনা অবস্থায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, “দায়িত্ব পালনকালে আমরা কয়েকজনের হাতে স্টিকার দেখতে পাই এবং তারা তা সাঁটানোর কথা স্বীকার করে। যদিও তারা নির্বাচনী আচরণবিধি সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। তবে এটি ‘সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ৭(গ) ধারা লঙ্ঘন করে। তাই বিধিমালার ২৭ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে।”





































