২৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৩৩, ২৮ জানুয়ারি ২০২৬

এক তারিখের পর সন্ত্রাসীদের নাম প্রকাশ করবেন শাহ আলম

এক তারিখের পর সন্ত্রাসীদের নাম প্রকাশ করবেন শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, এক তারিখের পর তিনি এলাকায় সক্রিয় সন্ত্রাসীদের নাম প্রকাশ করবেন।

বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণাকালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শাহ আলম বলেন, “সন্ত্রাসীদের নাম আমি প্রশাসনকে জানিয়েছি। ফতুল্লায় কারা সন্ত্রাসী—এ বিষয়টি সবাই জানেন। তবে প্রশাসন আমার কাছ থেকে সময় চেয়েছে। তারা বলেছে, আপনি যে অভিযোগগুলো দিয়েছেন, সেগুলো আমরা দুই থেকে তিন দিনের মধ্যে প্রতিকার করার চেষ্টা করছি। যদি প্রতিকার না হয়, তাহলে আগামী এক তারিখের পরে সব প্রকাশ করে দিবো।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার পক্ষে যারা কাজ করছে, তাদেরকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে যে অভিযোগগুলো দিয়েছি, সেগুলো শতভাগ সত্য। সন্ত্রাসী তো সন্ত্রাসীই। সে কারণেই কিছু বিষয় প্রশাসনকে জানানো হয়েছে এবং তারা ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি সেন্টু প্রসঙ্গে প্রশ্ন করা হলে শাহ আলম বলেন, “এ বিষয়ে আপনারা প্রশাসনের কাছেই জানতে পারবেন। যেহেতু প্রশাসন আমার কাছে সময় চেয়েছে, তাই এ বিষয়ে এখন মিডিয়ার সামনে কিছু বলতে চাই না। ইনশাআল্লাহ, আমি যা বলার এক তারিখের পর বলবো।”

সর্বশেষ

জনপ্রিয়