২৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:২০, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩০, ২৮ জানুয়ারি ২০২৬

এনসিপির গণভোট ক্যারাভ্যান, ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

এনসিপির গণভোট ক্যারাভ্যান, ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নারায়ণগঞ্জ-৪ আসনে ক্যারাভ্যান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে এনসিপির এলইডি স্ক্রিনযুক্ত প্রচার গাড়িটি সাইনবোর্ড এলাকা থেকে যাত্রা শুরু করে ভূইগড় স্ট্যান্ড, জালকুড়ি, দেলপাড়া, পাগলা, পোস্ট অফিস, ফতুল্লা ইউনিয়ন, শিবু মার্কেট, ইসদাইর, মাসদাইর, পঞ্চবটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ঘুরে প্রচারণা চালায়। পরবর্তীতে চাষাঢ়া এলাকায় গিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী এই ক্যারাভ্যান কর্মসূচির মাধ্যমে প্রধান সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রচার চলাকালে গাড়ির এলইডি স্ক্রিনে জুলাই সনদের আলোকে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভোটারদের উদ্দেশে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচির সার্বিক সমন্বয় করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গণভোট বিষয়ক উপকমিটির প্রচার সম্পাদক শওকত আলী। এ সময় গণভোটের জন্য এনসিপির নারায়ণগঞ্জ-৫ আসনের অ্যাম্বাসেডর ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানও প্রচারণায় অংশ নেন।

প্রচার কার্যক্রম সম্পর্কে নিরব রায়হান বলেন, “সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকায় আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরছি। পর্যায়ক্রমে অন্যান্য আসনেও এ ধরনের প্রচারণা কার্যক্রম চালানো হবে।”

এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও প্রচারণায় অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়