বন্দরে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যাত্রীবেশী দুর্বৃত্তরা এক অটোচালককে অচেতন করে তার ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী অটোচালক সঞ্জিত চন্দ্র সাহা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে বন্দর ঘাট এলাকা থেকে দুই পুরুষ ও দুই নারী যাত্রীবেশে সঞ্জিত চন্দ্র সাহার চালানো ভাড়াকৃত অটো ইজিবাইকে ওঠে। তারা মদনপুর বারাকাহ হাসপাতালের সামনে যেতে চায়। সেখানে পৌঁছানোর পর যাত্রীবেশী দুর্বৃত্তরা অটো থেকে নেমে হাসপাতালের ভেতরে প্রবেশ করে।
কিছুক্ষণ পর তারা আবার ফিরে এসে বন্দর ঘাটে যাওয়ার কথা বলে হাসপাতালের মূল গেটের সামনে অটোচালককে অপেক্ষা করতে বলে। এ সময় তাদের একজন অটোচালককে চা পান করায়। চা পান করার ৭-৮ মিনিটের মধ্যেই সঞ্জিত চন্দ্র সাহা অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা তার ব্যাটারিচালিত ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন বারাকাহ হাসপাতালের সামনে একটি ময়লার ডাস্টবিনের পাশে অচেতন অবস্থায় সঞ্জিত চন্দ্র সাহাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাকে ব্যাটারিচালিত মিশুকে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পরবর্তীতে তার স্ত্রী তাকে আহত অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সঞ্জিত চন্দ্র সাহা বন্দর থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের রূপালী আবাসিক ওয়াসা গলি এলাকার মৃত মাখন চন্দ্র সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাড়াকৃত অটো ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
এ বিষয়ে বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





































