১৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৫, ১৭ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হালিম জুয়েলের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হালিম জুয়েলের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েলের সহধর্মিণীর জানাজার নামাজ শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ সিদ্ধিরগঞ্জ পুলস্থ কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর অনুষ্ঠিত হয়।

উক্ত জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডা. ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ জানাজায় অংশগ্রহণ করেন।

এম.এ. হালিম জুয়েলের সহধর্মিণী শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ২টায় সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সর্বশেষ

জনপ্রিয়