২০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৪, ২০ ডিসেম্বর ২০২৫

বন্দর ‘ডেবিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বন্দর ‘ডেবিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বন্দর থানা পুলিশ ‘অপারেশন ডেবিল হান্ট’র অভিযানে মদনপুর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ধৃত জসিম উদ্দিন বন্দর উপজেলার পূর্ব কেওঢালা এলাকার আলী আক্কাস মিয়ার ছেলে। তাকে বন্দর থানায় দায়েরকৃত মামলা নং ১১(৯)২৪ অনুযায়ী শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে যোগসাজশে জসিম উদ্দিন ও তার সহযোগীরা সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন। পুলিশ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সর্বশেষ

জনপ্রিয়