২০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:১৫, ১৯ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া রোগমুক্তি কামনায় মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের দোয়া

খালেদা জিয়া রোগমুক্তি কামনায় মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের দোয়া

সোনারগাঁ উপজেলায় মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোগমুক্তি ও ইনকিলাব মঞ্চের প্রয়াত শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দিনব্যাপী দোয়ার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুরে এলাকায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের হাদির রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। 

মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর, সোনারগা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইয়াসিন রুবেল প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়