১৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫১, ১৯ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে কাটা মাথা উদ্ধার: পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

আড়াইহাজারে কাটা মাথা উদ্ধার: পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহটি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাসিন্দা ও কাতার প্রবাসী মো. আব্রাহাম খানের (২৭) বলে শনাক্ত হয়েছে। নিহতের পরিবারের দাবি, পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিহতের বাবা ওয়াজেদ খান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আব্রাহাম খান রাজবাড়ি জেলার পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরদুর্লভদিয়া এলাকার বাসিন্দা। তিনি চার-পাঁচ মাস আগে কাতার থেকে দেশে ফেরেন। গত ১৫ ডিসেম্বর সকালে বন্ধু শাকিল শেখের সঙ্গে ঢাকায় কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্রাহাম। ওই রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরদিন ১৬ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকা থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই দিন বিকেলে পার্শ্ববর্তী একটি খাল থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত করে পুলিশ।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, পাংশা পৌর এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আব্রাহাম খানের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস-বিচারও হয়েছিল। ওই ঘটনার জের ধরেই তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।

নিহতের বড় বোন আরবিনা খাতুন প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “ওদের সম্পর্কের কারণে আমাদের পরিবারকে অনেক হেনস্তার শিকার হতে হয়েছে। ওই নারীর বড় ভাই আড়াইহাজারে চাকরি করেন। তিনি একসময় আমার ভাইকে হত্যার হুমকিও দিয়েছিলেন। ওরাই আমার ভাইকে মেরেছে।”

তিনি আরও বলেন, “আব্রাহাম বলেছিল সে বন্ধু শাকিলের সঙ্গে ঢাকায় যাবে। কিন্তু শাকিল আমাদের জানিয়েছে, এ বিষয়ে তাদের মধ্যে কোনো কথাই হয়নি।”

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

সর্বশেষ

জনপ্রিয়