১৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৯, ১৮ ডিসেম্বর ২০২৫

বন্দরে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

বন্দরে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

নিহতরা হলেন: রাজধানীর হাজারীবাগ এলাকার খলিল মিয়ার দুই সন্তান মো. আশিক (১২) ও মো. আরিয়ান (১০)।

তাদের বাবা খলিল মিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের স্বজনদের বরাতে ওসি আশরাফ উদ্দিন বলেন, বন্দরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল ওই দুই শিশু। বিকেলে ব্যাডমিন্টন খেলার পর শরীরে বালু লাগায় পুকুরে গোসল করতে নামে তারা। কিন্তু সাঁতার না জানায় দুই শিশুই গভীরে তলিয়ে যায়।

সাথে থাকা তাদের মামাতো ভাই বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা পুকুর থেকে আরিয়ানের মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের চেষ্টায় রাত আটটার দিকে আশিকেরও মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়