সোনারগাঁয়ে ডিবির অভিযানে ইয়াবা-হিরোইনসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ পুরিয়া হিরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) এটিএম জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবানীপুরের শাহজালালের ছেলে মো. আজিম ওরফে আজিজ (৩৫), তিনি বর্তমানে সোনারগাঁয়ের সোনাপুর এলাকায় আশেক আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অপরজন হলেন আশেক আলীর ছেলে মো. মামুন মিয়া (৩৬)।
পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।





































