মাসুদুজ্জামানের বিকল্প নারায়ণগঞ্জে নাই: মুকুল
বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, “আমাদের নেতা তারেক রহমান সাহেব জেনেশুনে, ভেবেচিন্তে, বিবেক খাটিয়ে দেখেছে যে, মাসুদুজ্জামান মাসুদ ভাই এই মুহূর্তে নারায়ণগঞ্জের জন্য প্রয়োজনীয় ব্যক্তি। সেজন্যই তাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। যেকোন কারণে তিনি বলেছেন, নিরাপত্তাজনিত কারণে সে প্রত্যাহার করেছে। আপনের কোন ভয়, টেনশন নাই। আমাদের মাঝে ফেরত আসেন। আমরা আপনাকে সম্মান দেব। তারেক রহমান সম্মানটুকু আপনি রাখার জন্য চেষ্টা করেন। আপনার বিকল্প নারায়ণগঞ্জে আর কেউ নাই।”
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের খানপুর বরফকল এলাকায় এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “উনার যদি নিরাপত্তার দরকার হয়, আমি বন্দর থেকে এক হাজার লোক তার সর্বক্ষণ ডিউটি দেব। আজ কত লোকের সমাগম হয়েছে, আমি আরো লোকের ব্যবস্থা করে দিব। বন্দর থেকে ৮০ শতাংশ ভোট আপনাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ।”
তারেক রহমানের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “উনাকে নির্দেশনা দেন যে, উনি প্রত্যাহার করতে পারবে না, নির্বাচন করতে হবে। স্থানীয় কমিটির মুরুব্বিরা সবাই যেন তাকে ধমক দিয়ে হোক আর সুপারিশ করে হোক, উনি যেন আবার নির্বাচন করতে পারেন সে ব্যবস্থা করেন।”





































