১৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪২, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান এনসিপি নেতার

প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সময়মতো নির্বাচন অত্যন্ত জরুরি। তবে যে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ প্রয়োজন ছিল, তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলেছি, মানুষ প্রায় ১৬ বছর পর ভোট দিতে যাচ্ছে। সে অনুযায়ী একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলো এ ক্ষেত্রে সহযোগিতা করবে, তবে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের সভায় আমরা এই বিষয়টি তুলে ধরেছি যে, আদৌ নির্বাচনের পরিবেশ যথাযথ আছে কি না, তা নিয়ে আমরা নিশ্চিত নই। বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে, অবৈধ অস্ত্র লুটের যেসব ঘটনা ঘটেছিল সেগুলোর এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। পাশাপাশি আওয়ামী লীগ ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো মাঠে সক্রিয় রয়েছে।”

নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমাদের কর্মীরা এখনো চিকিৎসাধীন। এতে শহরের ভোটারদের মধ্যে আস্থার সংকট আরও গভীর হচ্ছে।”

তিনি বলেন, “ভোটারদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, সেটি দূর করা প্রশাসনের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিলে তবেই মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে।”

সর্বশেষ

জনপ্রিয়