ওসমান হাদির মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
ভারতীয় আধিপত্যবাদবিরোধী তরুণ বিপ্লবী ও জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানা নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এই শোক প্রকাশ করেন। তিনি ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীদের সরকারকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও এর দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।





































