১৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ১৮ ডিসেম্বর ২০২৫

বন্দরে এসএফ ডেনিম অ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট

বন্দরে এসএফ ডেনিম অ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন এসএফ ডেনিম অ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় অবস্থিত ওই কারখানায় এই ডাকাতি সংঘটিত হয়।

নির্মাণাধীন প্রতিষ্ঠানের সিকিউরিটি সুপারভাইজার আবু বক্কর জানান, ভোরে কারখানার পূর্ব দিকের খোলা জায়গা দিয়ে ২০-২৫ জনের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সিকিউরিটি সুপারভাইজারসহ চারজন নাইট গার্ডকে জিম্মি করে বেঁধে রাখে এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেয়।

ডাকাতরা নাম্বার প্লেটবিহীন একটি পিকআপে করে প্রায় ৪ টন রড, স্টোররুম ভেঙে ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০টি হ্যালোজেন লাইট, ২০টি এলইডি লাইট, একটি পানির পাম্পসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের মারধরে সিকিউরিটি সুপারভাইজার জাহাঙ্গীর ও নাইট গার্ড ওমর ফারুক আহত হন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়