১৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪১, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৪৪, ১৮ ডিসেম্বর ২০২৫

জালকুড়িতে ঝোপ থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

জালকুড়িতে ঝোপ থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকা থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড, জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স এস এম ট্রেডার্সের সামনের ঝোপের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়রা ঝোপে শিশুটির মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত শিশুটি ছেলে এবং আনুমানিক বয়স দুই দিন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ শামীম রেজা সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মরদেহটি পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংরক্ষণের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি শিশুটিকে ওই স্থানে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়