১৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ১৮ ডিসেম্বর ২০২৫

বন্দরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বন্দরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বন্দরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন বন্দর থানার স্বল্পেরচক এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাওন (২৮), দক্ষিণ লক্ষণখোলা এলাকার ওমর আলী মিয়ার ছেলে যুবলীগ নেতা মাইনুল ইসলাম (২৯) এবং কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী নাজমুল (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের মধ্যে আওয়ামী লীগ নেতা শাওনকে বন্দর থানার মামলা নম্বর ১১(৯)২৪ এবং যুবলীগ নেতা মাইনুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী নাজমুলকে বন্দর থানার অপর একটি মামলা নম্বর ৩(৯)২৪-এ গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বন্দর খেয়াঘাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে যোগসাজশে হামলার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা শাওনের বিরুদ্ধে। অপরদিকে, বন্দর শাহীমসজিদ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে একটি রিকশা গ্যারেজে হামলার অভিযোগ রয়েছে যুবলীগ নেতা মাইনুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী নাজমুলের বিরুদ্ধে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়