হাদির মতো দলের জন্য শহীদ হলেও কোনো আক্ষেপ থাকতো না: এটিএম কামাল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর এলাকায় মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম কামাল বলেন, “একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় একটি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপরও আমি বলেছি, দল ছাড়বো না। আজ হাদির মতো যদি আমিও দলের জন্য শহীদ হতাম, তবুও কোনো আক্ষেপ থাকতো না। সত্য, ন্যায় ও ইসলামের পথে গণতন্ত্রের জন্য জীবন দিতে চাই।”
তিনি আরও বলেন, “আপনাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভেবেছিলাম রাজনীতিতে হয়তো আমার আর কোনো ভবিষ্যৎ নেই, কেউ আমাকে ভালোবাসবে না। কিন্তু দেশে ফেরার পর এয়ারপোর্ট থেকেই শত শত নেতাকর্মী নিয়মিত আমার সঙ্গে দেখা করছেন। এই ভালোবাসার জন্যই আমি হাদির মতো মৃত্যুবরণ করতেও প্রস্তুত।”
এটিএম কামাল বলেন, “আমি আমেরিকায় অবস্থান করলেও বারবার দেশে এসেছি। এ বছরই দু’বার এসেছি। এর আগে দেশে এসে গ্রেপ্তার হয়ে আমি ও মামুন মাহমুদ একই সেলে ছিলাম। আমেরিকা থেকে আসা সহজ নয়, অনেক খরচ হয়। তারপরও দেশের মানুষের ভালোবাসার টানে ছুটে এসেছি।”
মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইয়াসিন রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মছলন্দপুর দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি শাহজালাল রহমানি।





































