০১ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৬, ১ নভেম্বর ২০২৫

আড়াইহাজারে জামায়াতের উঠান বৈঠকে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

আড়াইহাজারে জামায়াতের উঠান বৈঠকে বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর এক উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হন এবং বৈঠকের চেয়ার ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে খাগকান্দা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর খাগকান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মোহনপুর এলাকার একটি রাস্তায় উঠান বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের নির্দেশে যুবদল নেতা আব্দুর কাদের জিলানী, জালাল উদ্দিনসহ ১০–১৫ জন নেতা-কর্মী সেখানে হামলা চালান। হামলাকারীরা চেয়ার ভাঙচুর করে বৈঠকে উপস্থিতদের ওপর অতর্কিত হামলা চালান।

এতে জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন ও কর্মী জামাল হোসেনসহ আটজন আহত হন।

জামায়াতে ইসলামীর আড়াইহাজার দক্ষিণ শাখার আমির মাওলানা হাদিউল ইসলাম অভিযোগ করে বলেন, “বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়েছে। পরে কয়েকজন কর্মীর বাড়িতেও গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।”

জামায়াত নেতা মোতাহার বলেন, “অনুষ্ঠান শুরুর আগে বিএনপি সভাপতি বেলায়েত হোসেন মুঠোফোনে আমাদের অনুষ্ঠান করতে নিষেধ করেছিলেন।”

তবে বিএনপি নেতা বেলায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “বিষয়টি আমার জানা নেই।”

ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর কাদের জিলানী বলেন, “জামায়াতের সঙ্গে আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের ঝামেলা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে।”

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়