অদৃশ্য শক্তি ও ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: খোরশেদ
দেশি-বিদেশি অদৃশ্য শক্তি ও পরাজিত ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার (১ নভেম্বর) সকালে নগরীর নয়ামাটি এলাকায় দেশের প্রধান হোসিয়ারি শিল্প মার্কেটে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন।
খোরশেদ বলেন, “ব্যবসা-বান্ধব ও স্থিতিশীল রাষ্ট্রের জন্য নির্ধারিত সময়ে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু দেশী-বিদেশী কিছু অদৃশ্য শক্তি এবং পরাজিত ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যথাসময়ে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে না, আইনশৃঙ্খলা ও অর্থনীতির উন্নতি হবে না, বরং মুদ্রাস্ফীতি বেড়ে জনগণের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিছু উপদেষ্টা মিষ্টি কথার আড়ালে দেশী-বিদেশী কুচক্রী মহলের এজেন্ট হিসেবে কাজ করছে, যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।”
খোরশেদ অভিযোগ করে বলেন, “আওয়ামী দুঃশাসনের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে গেছে। এখন রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের একমাত্র পথ হচ্ছে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন।”
গণসংযোগ কর্মসূচিতে খোরশেদের সঙ্গে অসংখ্য বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ স্থানীয় হোসিয়ারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।





































