বন্দরে ১৩ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৪৩ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন যুবক আরিফুল ইসলাম ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আরিফুল ইসলাম কলাগাছিয়া ইউনিয়নের সুচিয়ারবন এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে।
প্রতিবেশী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিস পাননি। নিখোঁজ যুবকের স্ত্রী মাহামুদা সাথী বুধবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন।
পরিবার সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরেনি। বন্দর থানা পুলিশ নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
বন্দর থানার পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ করা হয়েছে, আরিফুল ইসলামকে দেখলে দ্রুত থানা বা পুলিশকে অবহিত করার জন্য।