বন্দরে বাকিতে সিগারেট না দেয়ায় মুদি দোকানীকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে বাকিতে সিগারেট না দেয়ায় মুদি দোকানী সেলিম মিয়াকে (৪৫) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় নবীগঞ্জ কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দোকানীর ছেলে সোহান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো একই এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে নূরু ও জনি।
আহত দোকানী সেলিম মিয়া জানান, নুরু প্রায় সময় আমার দোকানে এসে ৪-৫ হাজার টাকা করে চাঁদা নিয়ে যায়। চাঁদাবাজদের ভয়ে চাঁদা দিতে বাধ্য হতাম। তাদের জ্বালা-যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। মঙ্গলবার সকালে নুরু এসে বাকিতে সিগারেট চায়। ওই সময় আমি বাকিতে সিগারেট বা চাঁদা দিয়ে ব্যবসা করতে পারবো না বলে জানালে এতে নুরু ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। এ সময় নুরু তার ভাই জনিকে খবর দিয়ে এনে দুইজনে মিলে লোহার রড দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখর করে পালিয়ে যায়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “বন্দরে কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেয়েছি এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”