২৭ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:২৪, ২৭ আগস্ট ২০২৫

পিআর ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না: মুফতি মাসুম বিল্লাহ

পিআর ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না: মুফতি মাসুম বিল্লাহ

“পিআর ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না” উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দেশের কল্যাণ ও জনগণের কল্যাণে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই।

বুধবার (২৭ আগস্ট) বাদ জোহর নারায়ণগঞ্জের চিটাগাং রোড মিনার মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক দাওয়াতী সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড শাখার সভাপতি ওবায়দুল হক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হোসেন সাইদ।

সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর সভাপতি মুহাম্মাদ ইসমাইল হোসেন। বিশেষ বক্তা ছিলেন থানা উত্তর সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদ।

এছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ১নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি আবু বকর, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ ফয়সাল আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন, সংখ্যালঘু সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর আলমসহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “পিআরের পক্ষে জনমত গড়ে তুলুন। পিআর ছাড়া দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে।”

আগামী ১২ সেপ্টেম্বর চাষাড়া শহীদ মিনারে পিআরের পক্ষে জনমত সৃষ্টির দাবিতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়