সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাসহ বিএনপির ৪ কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সাথে ডিসি ও এসপি বরাবর অভিযোগ দিয়েছেন ওই ব্যবসায়ী।
অভিযোগে জানা যায়, আটি হাউজিং এলাকার বাসিন্দা মো. মোহর চান দীর্ঘদিন ধরে টেন্ডারের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য সংগ্রহের ব্যবসা পরিচালনা পরিচালনা করে আসছেন। এ সময় স্থানীয় কয়েকজন তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন।
অভিযুক্তরা হলেন— ছাত্রদল নেতা হিরা (৩৫), মো. মাহাবুব (৪০), মো. সেন্টু (৪৫) ও মো. জাকির হোসেন। সবাই সিদ্ধিরগঞ্জের আটি এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৪ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটে অভিযুক্তরা তার হিরাঝিল পুরাতন পট্টির দোকানে গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।
এছাড়া ২৫ আগস্ট দুপুর ১টা ১৫ মিনিটে তারা তার টেন্ডার নেওয়া সাইটে গিয়ে কর্মচারীদের হুমকি দেয়— দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া হবে।
মো. মোহর চান অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্তরা নিয়মিত চাপ সৃষ্টি করে তার সম্মানহানি করছে এবং তাকে হেয়প্রতিপন্ন করছে। বিষয়টি পরিবারের সঙ্গে আলোচনা করে ও স্থানীয়দের জানিয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছেন।
হিরা বলেন, “আমি এই ঘটনার সঙ্গে যুক্ত না। উনি ভুল তথ্য পেয়ে আমার নামটি যুক্ত করেছেন। আমি ওনার সঙ্গে কথাও বলেছি। উনি আমার নামটি উইথড্রো করে নিবেন বলে জানিয়েছেন। কিন্তু বাকিদের বিষয়ে আমি কিছু জানি না।”