মুক্তিযোদ্ধা পরিবারের ঘর মেরামতের দায়িত্ব নিলেন রনি

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনের পুকুর সংস্কারের কারণে ফতুল্লার বীর মুক্তিযোদ্ধা নায়েক ইব্রাহিমের নিজ বাড়িটি ধসে পড়ে। তাঁর স্ত্রী, কন্যা ও তিন নাতনি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছিলেন।
গত ১৫ আগস্ট এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন পরিবারটি অন্যের বাড়িতে কষ্টে জীবন যাপন করতে বাধ্য ছিলেন।
এ পরিস্থিতিতে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের ঘর ঠিক করার দায়িত্ব তিনি নিলেন। কাজ আগামীকাল থেকে শুরু হবে এবং সঠিক তদারকি করবেন ফতুল্লা ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক টিপু, হাসান ইমাম সম্রাট ও ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেন।
মশিউর রহমান রনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান মুক্তিযোদ্ধা পরিবারের পাশে আগেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই কাজ অল্প সময়ে শেষ করা হবে।”
তিনি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরীনের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানিয়ে দেন।
এর আগে, ২৩ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ বাড়িটি পরিদর্শন করলেও তৎক্ষণিক কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ইউএনও অফিস থেকে পরিবারকে আপাতত একটি পরিত্যক্ত ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমরা ঘটনার সাথে সাথে ইউএনও স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু সোহাগ নামে ইউএনও অফিসের এক লোক আমাদের যেতে দেয়নি। কয়েকদিন পর ওনি এসে আমাদের সাথে কথা বলে একটি পরিত্যক্ত ঘরে আমাদের থাকতে দেন। যেখানে পানি, গ্যাস, বিদ্যুৎ সমস্যাসহ বৃষ্টির সময় পানি পড়ে এমন সমস্যাও রয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার জানান, ইঞ্জিনিয়ার দেখে আসছে। পুকুরের কাজ শেষ করে ঐ পরিবারের জন্য টিন ও কিছু অর্থ সহায়তা দেয়া হবে।