২৮ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:১২, ২৭ আগস্ট ২০২৫

ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি

ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি

নারায়ণগঞ্জ সদর থানা কমিটির পরিচিতি সভায় ১২ দফা দাবি উপস্থাপন করেছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর নেতারা। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহীদ নগর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইনসাব সদর থানা কমিটির সভাপতি মো. শরীফ হোসেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, ইনসাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইনসাব জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আলী, শহীদ নগর পঞ্চায়েত কমিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদশা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ অপ্রাতিষ্ঠানিক খাত হলো নির্মাণ শিল্প। এ খাতে বর্তমানে প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছে। আধুনিক নগর সভ্যতা নির্মাণে এই শ্রমিকরা মুখ্য ভূমিকা রাখলেও রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি নেই। নেই সামাজিক সুরক্ষা ও জীবননিরাপত্তা। প্রতিদিনই কর্মক্ষেত্রে বহু শ্রমিক আহত-নিহত হচ্ছে। কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরও ন্যায্য মজুরি, চিকিৎসা ও নিরাপত্তার দাবিতে আন্দোলন করতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড ২০২০ (বিএনবিসি)-তে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। ফলে নির্মাণ শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।

সভায় শ্রমিক নেতারা যে ১২ দফা দাবি উত্থাপন করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো- কর্মস্থলে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী আজীবন ক্ষতিপূরণ নিশ্চিত করা। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। শ্রমিকদের জন্য বাসস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা। কর্মসংস্থান সংক্রান্ত চুক্তিপত্র বাধ্যতামূলক করা। শ্রম আইন অনুযায়ী সব অধিকার বাস্তবায়ন করা।

সভায় নেতৃবৃন্দ ঘোষণা দেন, দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়