২৮ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২২, ২৭ আগস্ট ২০২৫

বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত জয়নাল মুন্সিগঞ্জ জেলার সদর থানার সিপাহীপাড়া এলাকার মৃত কাদির সরদারের ছেলে ও বন্দর থানার ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল প্রধানের জামাতা। দীর্ঘদিন ধরে তিনি তার পরিবার নিয়ে বন্দর চিতাশাল এলাকায় বসবাস করছিলেন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪নং মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বন্দর থানার চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বন্দর বাস স্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহীমসজিদ এলাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরও ১০০-১২০ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ

জনপ্রিয়