২৭ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫৮, ২৬ আগস্ট ২০২৫

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে স্থানীয় আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি লুৎফর রহমান সেলিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত লুৎফর রহমান সেলিম পুরান বন্দরের চৌধুরীবাড়ী এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

পুলিশ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাকে বন্দর থানায় দায়েরকৃত ১৪(৮)২৪নং মামলায় আদালতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ আগস্ট) রাতে পুরান বন্দরের চৌধুরীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, বন্দর থানার শাহীমসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খাদ্য সরবরাহে যুক্ত থাকার জের ধরে ২০২৪ সালের ২২ জুলাই রাত সাড়ে ১২টায় লুৎফর রহমান সেলিমসহ অন্যান্য আসামিরা বন্দর শাহীমসজিদ এলাকার একটি অটোরিকশা গ্যারেজে হামলা চালায়। এ ঘটনায় ২৩টি অটোরিকশা, চার্জার ও ১টি টেলিভিশন লুট করা হয়।

বন্দর থানা পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

সর্বশেষ

জনপ্রিয়