নাসিকের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করবেন সিটি করপোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান। সিটি করপোরেশন গঠনের পর এটিই হবে ১৪তম বাজেট।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়নে কিছুটা বিলম্ব হয়েছে। প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার আগে একাধিক বৈঠক করে বাজেটের আকার ও খাতভিত্তিক ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এর আগে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২৩-২৪ অর্থবছরে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছিলেন।
নাসিকের সচিব নূর কুতুবুল আলম জানান, সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে সিটি করপোরেশনের রাজস্ব আহরণে বড় ধাক্কা লেগেছে। এজন্য এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে।
তিনি বলেন, “অপ্রয়োজনীয় খরচ কমিয়ে প্রয়োজনীয় খাতগুলোতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এ কারণে বাজেটের আকার কিছুটা সীমিত রাখা হয়েছে।”
উল্লেখ্য, জুলাই মাসের অভ্যুত্থানের পর সরকার দেশের সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নেন।