২৭ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ২৭ আগস্ট ২০২৫

ফতুল্লা-পঞ্চবটী সড়কের বেহাল দশা: ডিসিকে জামায়াতের স্মারকলিপি

ফতুল্লা-পঞ্চবটী সড়কের বেহাল দশা: ডিসিকে জামায়াতের স্মারকলিপি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পঞ্চবটী হয়ে ঢাকা পর্যন্ত শত বছরের পুরোনো সড়কের বেহাল দশা নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে দেওয়া স্মারকলিপিতে তিনি বলেন, “রাস্তাটি সম্পূর্ণ নাজেহাল। ওয়ানবাই সড়কে ইট, বালু ও রডের ব্যবসা চলে, ফুটপাতগুলো তো ব্যবহার অযোগ্য। এছাড়া পঞ্চবটী-মুক্তারপুর ফ্লাইওভার কাজের কারণে ফতুল্লাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।”

মাওলানা আবদুল জব্বার জেলা প্রশাসককে অনুরোধ করেন, প্রয়োজনে ছদ্মবেশে সড়ক পরিদর্শন করে সাধারণ মানুষের কষ্ট ও পরিস্থিতি উপলব্ধি করুন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত রাস্তাটির সংস্কার করা হবে এবং শত বছরের পুরোনো সড়কটি ছয় লেনে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আশ্বস্ত করেন, “সমস্যার দ্রুত সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে।”

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর-বন্দর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মুহাম্মদ জামাল হোসাইন, হাফেজ আব্দুল মোমিনসহ আরও অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়