বন্দরে দূষণকারী কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

নারায়ণগঞ্জের বন্দরে বায়ুদূষণ রোধে অভিযান চালিয়ে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৬ আগস্ট) সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন দায়ের করেন।
অভিযানের সময় বন্দর উপজেলার আড্ডা, কামদাল ও বারপাড়া এলাকায় অবস্থিত ইয়াং ইউয়ান কোং লিমিটেড কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি এইচটি ক্যাবল জব্দ করা হয়।
এছাড়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন না করা পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।