২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ২১ নভেম্বর ২০২৫

ফতুল্লায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন-শিক্ষা সামগ্রী বিতরণ

ফতুল্লায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন-শিক্ষা সামগ্রী বিতরণ

জিয়াউর রহমান ও জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে অর্ধশতাধিক এতিম ও মাদ্রাসাশিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ১ নম্বর গেটের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান মিশু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা যুবদল নেতা সুমন প্রধান, কুতুবপুর ইউনিয়ন যুবদলের নেতা তালেব হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জিয়া প্রজন্ম দলের সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এবং ছাত্রদল নেতা কে এম মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি। এখন সেই সুযোগ এসেছে, আমরা তা কাজে লাগাতে চাই। আপনাদের সঙ্গে নিয়ে একটি আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “যদি আমরা সত্য কথা বলি এবং সত্যের পথ দেখাই, তাহলে সমাজ কলুষিত হয় না; মাদক ছড়ায় না; কিশোর গ্যাং তৈরি হয় না; গু-া-মাস্তান বা গডফাদারও তৈরি হতো না।”

আগস্ট মাসে নারায়ণগঞ্জের রাজনীতিতে পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা যেমনভাবে স্বৈরাচার শেখ হাসিনা, গডফাদার শামীম ওসমান ও তার সন্তান অয়ন ওসমানকে নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করেছি, তেমনি সমাজ থেকে মাদককে বিতাড়িত করে যেতে চাই। যতদিন বাঁচব, আপনাদের সঙ্গে নিয়ে সমাজ গঠনের কাজ করবো।”

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনারা যাকে গ্রহণ করবেন, জনগণ তাকেই গ্রহণ করবে। আপনাদের মাধ্যমে আমরা মানুষের মনে জায়গা করে নিতে চাই।”

সর্বশেষ

জনপ্রিয়