২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫২, ২১ নভেম্বর ২০২৫

ফতুল্লায় দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ

ফতুল্লায় দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ

ফকির লালন সাঁইয়ের দর্শন, মানবতাবাদী ভাবাদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের মধ্য নরসিংপুর গ্রামে অবস্থিত মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমিতে দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ ও মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার ও রোববার (২২ ও ২৩ নভেম্বর) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফকির শাহজালাল বলেন, গত নয় বছর ধরে নিয়মিতভাবে এ সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন করা হলেও গত বছর ‘তৌহিদী জনতা’র হুমকির কারণে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এবছর নির্বিঘেœ আয়োজন করতে পারবো বলে আশা করছি।

২০২৪ সালে অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক দিন আগে ‘তৌহিদী জনতা’ ব্যানারে স্থানীয় কয়েকজন মেলা বন্ধের দাবি তোলে। আশ্রমের অদূরে একটি ঈদগাহে সমাবেশ করে তারা কঠোর অবস্থান ঘোষণা করে। সেখানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল মেলা বন্ধের হুমকি দিয়ে বক্তব্য দেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন শেষ পর্যন্ত অনুষ্ঠানটির অনুমতি বাতিল করে দেয়। এতে হতাশ হয়ে ফিরে যান দূরদূরান্ত থেকে আগত লালনভক্তরা।

ঘটনার পর নারায়ণগঞ্জসহ সারা দেশের সাংস্কৃতিক অঙ্গন ও প্রগতিশীল সংগঠনগুলো তীব্র নিন্দা জানায়। তারা বিষয়টিকে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চার ওপর আঘাত বলে আখ্যা দেয় এবং মেলা বন্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

আয়োজকরা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং কোনো ধরনের বাধাবিপত্তির খবর নেই। তাই এ বছর নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে লালন সাধুসঙ্গ আয়োজন করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

সর্বশেষ

জনপ্রিয়