আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত মা-মেয়ে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোজিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার মেয়ে সুরভী (১৬) ও মা মাসুদা (৪৫)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পৌরসভার ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কামারপাড়া এলাকার সোহেলের স্ত্রী। তারা আড়াইহাজার পৌরসভার ছোট বিনাইরচর এলাকার জনৈক শফির বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, বিকেলে রোজিনার মেয়ে সুরভী ছাদে কাপড় শুকাতে গেলে অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। তাকে বাঁচাতে গিয়ে রোজিনা ও তার মা মাসুদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা দ্রুত তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত সুরভীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাসুদাও হাসপাতালে চিকিৎসাধীন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের খোলা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়েই এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের আবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































