বন্দরে সাংবাদিক দীন ইসলাম দীপুর মায়ের ইন্তেকাল
বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীন ইসলাম দীপুর মা সাজেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ধবার (১৯ নভেম্বর) রাতে বন্দরের ধামগড় সেনেরবাড়ি এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রাতে সাড়ে ১০টায় ধামগড় কবরস্থানে জানাজা শেষে মরহুমাকে দাফন করা হয়।
বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





































