২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৭, ২১ নভেম্বর ২০২৫

ফতুল্লায় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লা মডেল থানার মুসলিমনগর উত্তরপাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে নয় (৯) বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মুসলিমনগর উত্তরপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে শাহিন (৩৫), একই এলাকার বাসিন্দা আব্দুর জব্বারের ছেলে রাজিব (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম (১) ও আবুল কালাম (২) সঙ্গীয় ফোর্স নিয়ে মুসলিমনগর উত্তরপাড়াস্থ শাহিনের রিকশার গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালান। অভিযানে নয় বোতল ফেনসিডিলসহ শাহিন ও রাজিবকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মাদকবিরোধী অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

সর্বশেষ

জনপ্রিয়