হাজীগঞ্জ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক পরিবহন শৃঙ্খলা এবং বিদ্যুতের অপব্যবহার রোধে ফতুল্লা হাজীগঞ্জ ওয়াবদারপুল এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পরিচালিত অভিযানে ভূঁইয়া অটোরিকশা গ্যারেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ১১৭টি গ্যাস সিলিন্ডারযুক্ত একটি অবৈধ কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, “বিভিন্ন সোর্স থেকে গ্যাস সংগ্রহ করে এলাকার ছোট ছোট কল-কারখানায় বিক্রির অভিযোগ রয়েছে। সিলিন্ডারযুক্ত অবৈধ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”