হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টিটু (৩৭)কে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১১ ফেব্রুয়ারি) সদর মডেল থানাধীন হাজীগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম।
আসামি টিটু ফতুল্লা মডেল থানার তল্লা সুপারীবাগ এলাকার হাসমতের ছেলে।
র্যাব জানায়, হাজীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টিটুকে গ্রেফতার করা হয়। হত্যার পর আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করলে তাকে গ্রেফতার করতে র্যাব সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।