০৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৩, ৪ ডিসেম্বর ২০২৫

বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যায় রাশেদ গ্রেফতার

বন্দরে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যায় রাশেদ গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে পারভেজ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার এজাহারনামীয় আসামি মো. রাশেদ (২৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভটেরচর এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ২৩ নভেম্বর রাতে বন্দরের সোনাচোরা এলাকায় পারভেজকে চোর আখ্যা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার তারা মিয়ার ছেলে। ঘটনার সময় তিনি স্ত্রীকে নিয়ে সোনাচোরা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

ঘটনার রাতেই মেছের আলী বাড়ি থেকে ডেকে পারভেজকে নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে ভবনের পিলারের সাথে বেঁধে মেছের আলী, তার ছেলে মাহিন, গ্রেফতারকৃত রাশেদসহ আরও ৫–৬ জন মিলে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে রাশেদসহ মোট ৭ জনকে নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ডটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

গ্রেফতারকৃত রাশেদকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়