০৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৯, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:০২, ৪ ডিসেম্বর ২০২৫

মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন অসুস্থ, দোয়া প্রার্থনা

মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন অসুস্থ, দোয়া প্রার্থনা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন গুরুতর অসুস্থ হয়ে নগরীর পলি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি, পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন।

পরিবারের বরাতে জানা যায়, আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পাথরের সমস্যা ভুগছিলেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে অপারেশন করতে পারেননি। বৃহস্পতিবার সকালে তাঁর সমস্যা বেড়ে গেলে চিকিৎসকরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন।

পরিবারের পরামর্শে বিকেল তিনটায় সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের পরে বর্তমানে তিনি অনেকটা সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর দ্রুত পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়