বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে রনী (২৪) নামে ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনী ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মৃত হাফিজুল হকের ছেলে।
গত রোববার (৩০ নভেম্বর) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সোমবার (১ ডিসেম্বর) ১১(১১)২৫ নম্বর মামলায় সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৬ নভেম্বর রাত পৌনে ৯টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে ৫০-৫৫ জনের একটি দল নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঝটিকা মশাল মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ১৫-২০টি মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় রনীর সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।





































