বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত সোরহাব মিয়ার ছেলে এবং ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বন্দর থানার বুরুন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়ের করা ১১(১১)২৫নং মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ৬ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ৫০-৫৫ জন নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে জড়ো হন। পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে ১৫-২০টি মোটরসাইকেল যোগে ঝটিকা মিছিল বের করে শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকার দিকে চলে যান।
এ ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।





































