বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল বারেক মিয়া বন্দর উপজেলার কামতাল এলাকার মৃত ইদ্রিস আলী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার (৯ নভেম্বর) রাতে বন্দর উপজেলার কামতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (১০ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪নং মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালায়।
উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে তদন্ত শেষে আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।





































