আড়াইহাজারে কৃষিজমি কেটে মাটি উত্তোলন, একজনকে জরিমানা
আড়াইহাজার উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দি বালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় আবু তালেবের ছেলে আল আমিনকে (২৮) অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। আদালত চলাকালে তিনি বলেন, “অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলন আইনত দ-নীয় অপরাধ। এতে উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হয়।”
আদালতের সময় স্থানীয়দের কৃষিজমি বিনষ্টের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ব্যক্তিগত বা অন্য কোনো প্রয়োজনে মাটি উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





































